শেষবারের মতো সন্ধ্যাতীরে আসতে চেয়েছিলেন শঙ্খ ঘোষ
বরিশালের বানারীপাড়ার কোল ঘেঁষে বয়ে গেছে সন্ধ্যা নদী। সন্ধ্যাতীরের বানারীপাড়ার প্রাণকেন্দ্রে ছিল কবি শঙ্খ ঘোষের পৈতৃক বাড়ি। সর্বশেষ কবি তার পূর্বপুরুষের ভূমিতে ১৯৯৭ সালে এসেছিলেন। কবির বংশীয় ভ্রাতুষ্পুত্র বানারীপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তরুণ ঘোষ বলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার বাড়ির পশ্চিম পাশেই ছিল কবির পৈতৃক নিবাস। তিনি বলেন, কবি ১৯৯৭ সালে বানারীপাড়া এসে পৈতৃক ভিটাসহ তার শৈশবের স্মৃতি জড়ানো স্থানগুলো ঘুরে গেছেন। তরুণ ঘোষ জানান, শঙ্খ ঘোষ সন্ধ্যা নদীকে…
Read More