সংসারের অভাব ঘোচাতে ভ্যানের চালক শিশু শহিদ!
সোহাগ মাতুব্বর,ফরিদপুর প্রতিনিধি: নয় বছরের শিশু শিক্ষার্থী শহিদ (৯) ভ্যানের হ্যান্ডেল ধরে সংসারের হাল ধরেছে। তার পরিবারে পাঁচ জন সদস্য রয়েছে। তার বড় ভাই হৃদয় বিশ্বাস (১২) সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর জান্নাতুল উলুম হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করে। তার বোনের বয়স ৭ মাস। যে বয়সে শহিদের পড়ালেখার পাঁশাপাশি খেলাধুলা ও আনন্দ-উল্লাস করে সময় কাটানোর কথা। অভাব ঘোচাতে শহিদ ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে তার পিতার সাথে সংসারেরর হাল ধরা লাগছে। শহিদ বিশ্বাস পৌরসভার ২…
Read More